সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ১৪ আগস্ট হাফেজ হাকিম শাহ বজলুর রহমানের (রাঃ) এর ১১৪তম ওরশ শরীফ

১৪ আগস্ট হাফেজ হাকিম শাহ বজলুর রহমানের (রাঃ) এর ১১৪তম ওরশ শরীফ

 

প্রেস বিজ্ঞপ্তি :
রবিবার হতে ৩ দিন ব্যাপী এতেকাফ শুরু, ১৪ আগস্ট বুধবার সৈয়দুল আজম আল্লামা হযরত হাফেজ হাকিম শাহ বজলুর রহমানের (রাঃ) মহান ৮ ছফর এর ১১৪তম ওরশ শরীফ।


উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যক্তিত্ব আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও তাঁহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) এর পবিত্র মহান ৮ ছফর এর ওরশ শরীফ ১৪ আগস্ট, ২০২৪ বুধবার দরবারে বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।


ওরশ উপলক্ষে কার্যক্রমের মধ্যে রয়েছে রবিবার ৫ ছফর ১১ আগস্ট হতে ৮ ছফর পর্যন্ত ৩ দিন ব্যাপী এতেকাফ। ওরশ শরীফের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে- পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ শরীফ, জিকির শরীফ, মিলাদ মাহফিল এবং আলোচনা সভা বাদে মাগরিব আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।


দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃ আলী) হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীকে ওরশ শরীফে উপস্থিত হয়ে হুজুর কেবলার নেগাহে করম হাছিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/