সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ২২ কেন্দ্রের ভোট স্থগিত

২২ কেন্দ্রের ভোট স্থগিত

ভোটের দিন সংঘাত-সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শতাংশের কাছাকাছি।

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সারাদেশে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। যাদের অধিকাংশকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ।

অন্যদিকে বিএনপি বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে। ঐক্যফ্রন্টের বেশ ক’জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন। তবে সারাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/