সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ২৩৪ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর, তফসিল ঘোষণা

২৩৪ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর, তফসিল ঘোষণা

CEC - 1নির্বাচন কমিশন দেশের ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে।

মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়।

পৌর নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৫৮৪টি। পুরুষ ভোটার সংখ্যা ৩৫ লাখ ৮৬ হাজার, নারী ভোটার ৩৪ লাখ ৭৬ হাজার। মেয়র পদ ২৩৪টি, সংরক্ষিত ৭৩৮, সাধারণ ২ হাজার ৯০১টি। মনোনয়নপত্র সংগ্রহ ০৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহার ১৩ ডিসেম্বর।

তফসিলে প্রধান নির্বাচন কমিশনান জানিয়েছেন, সরকারি চাকরিজীবী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিটি মেয়র ও এমপি পদমর্যাদার কেউ প্রচারণায় অংশ নিতে পারবে না।

মেয়র পদে নিবন্ধিত ৪০ দলই দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে প্রার্থী মনোনয়নকারীর নাম তফসিলের ৫ দিনের মধ্যে জানাতে বিধান করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্রপ্রার্থীদের ১০০ ভোটারের সমর্থন নিতে হবে।

সংবাদ সম্মেলনে সিইসি জানান, প্রতিটি পৌরসভায় কোন রাজনৈতিক দল সর্বোচ্চ ১ লাখ টাকা খরচ করতে পারবে।

জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাতেই মনোনয়নপত্র ছাপানো শুরু হয়েছে। বিজি প্রেস থেকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট পেপার থাকবে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে।

প্রিয়ডটকম, ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/