সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ৬ কারণে কমেছে সাকিবের শাস্তি

৬ কারণে কমেছে সাকিবের শাস্তি

দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন টাইগারদের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় সংস্থাটি। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ৩টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাজা দিয়েছে আইসিসি।

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকসুর তদন্ত দল সাকিবের বিরুদ্ধে ৩টি অভিযোগের প্রমাণ পেয়েছে। তবে, তদন্তে সহযোগিতা করায় দুই বছরের নিষেধাজ্ঞার মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিবেদনে সাকিবের সাজা কমানোর ছয়টি কারণের কথা উল্লেখ করেছে। সেগুলো হলো-

• আকসুর তদন্ত সাকিবের স্বেচ্ছায় স্বীকারোক্তি ও সহযোগিতামূলক মনোভাব।
• অভিযোগের নোটিশ পাওয়ার পর সাকিবের স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি।
• আকসুর কাছে সাকিবের অনুশোচনা প্রকাশ ও অনুতপ্ত হওয়া।
• তার অতীত রেকর্ড ভালো।
• উক্ত অভিযোগগুলোর কারণে সংশ্লিষ্ট ম্যাচগুলোর বাণিজ্যিক মূল্য এবং জনস্বার্থ ব্যহত না হওয়া।
• এসব কারণে উক্ত ম্যাচগুলোর ফলাফলে কোনো প্রভাব না পড়া।

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/