কক্সবাজার জেলার উপকূলীয় দ্বীপ উপজেলা পেকুয়ায় দু’সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। একটি সড়ক থেকে নৌকা যোগে ইট পাচার করছিল। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে ওই দুর্বৃত্তরা ধারালো কিরিচ দিয়ে এ দু’সহোদরকে কুপিয়ে আহত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে ২৮ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা গ্রামে। আহতরা হলেন ওই এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র জালাল উদ্দিন (৩৮) ও তার ভাই হেলাল উদ্দিন (৩৪)। এদের মধ্যে জালাল উদ্দিনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তার মাথা, ঘাড় ও হাতে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই দিন সকালে নন্দীর পাড়া-মইয়াদিয়া আশ্রয়ন প্রকল্প সড়ক থেকে পুর্ব বিলহাসুরা এলাকার মৃত আব্দু রহমানের পুত্র নেজাম উদ্দিন, তার পুত্র সালাহ উদ্দিনসহ আরো কয়েকজন দুর্বৃত্ত নিজ প্রয়োজনে নৌকা যোগে ইট চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় ওই দু’সহোদর এ বিষয়ে প্রতিবাদ করেন। এতে দু’পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে দুর্বৃত্তরা এ দু’সহোদরকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। ওই ঘটনার জের ধরে বর্তমানে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
You must log in to post a comment.