বৃহত্তর ঈদগাঁওর একমাত্র সেবামূলক সংগঠন জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর ১৯তম শাহাদত বার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টায় নিজস্ব কার্যালয়ে খতমে কোরআন, ১০টায় শহীদের কবর জিয়ারত ও বিকাল ৪টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এতে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের সকল সদস্য ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি ডাঃ আমির সুলতান ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মফিজ।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর, সকাল ১১টায় ফরিদ আহমদ কলেজের বি.এ পরীক্ষার্থী মেধাবী ছাত্র জয়নাল আবেদীন চৌধুরী কলেজের অধ্যক্ষ কর্তৃক আহুত বৈঠকে যোগদান করতে গেলে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা অধ্যরে করে পিছন দিক হতে গুলি করে তাকে আহত করে। কিছুক্ষণ পর আবার তারা গুলি করতে করতে কাছে এসে তাঁর ডান হাত কেটে নেয় এবং হাসপাতালে নেয়ার পথে জয়নাল আবেদীন চৌধুরী শাহাদাতবরণ করেন।
– প্রেস বিজ্ঞপ্তি।
Home / প্রচ্ছদ / শহীদ জয়নাল আবেদীন’র শাহাদত বার্ষিকী আজ : ঈদগাঁওর জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের দিনব্যাপী কর্মসূচী
You must be logged in to post a comment.