সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিনাশর্তে পাকিস্তান যাবে নারী ক্রিকেটাররা’

বিনাশর্তে পাকিস্তান যাবে নারী ক্রিকেটাররা’

বিনাশর্তে পাকিস্তান যাবে নারী ক্রিকেটাররা’

নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশের নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন যে পাকিস্তানের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই কেবল নারী ক্রিকেটারদের সে দেশ সফরের অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা জানি যে পাকিস্তানের সামগ্রিক অবস্থা ভালো না। কিন্তু তারা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।

এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সফরের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের নারী ক্রিকেটারদের এই সফর হবে শর্তবিহীন, অর্থাৎ এর বিনিময়ে বাংলাদেশ কিছু আশা করছে না।

মি. শিকদার বলেন, নারী ক্রিকেটারদের সফরের আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশের একটি নিরাপত্তা দল পাকিস্তান সফর করে সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে নিরাপত্তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে।

তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে বলেও তিনি জানান।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন বন্ধ ছিল।

শেষ পর্যন্ত চলতি বছরেই জিম্বাবোয়ের সফরের মাধ্যমে দেশটিতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে।

তবে ক্রিকেটের বড় ও প্রভাবশালী দেশগুলো এখনো পাকিস্তান সফর করতে চাইছে না।

বাংলাদেশের পুরুষ জাতীয় ক্রিকেট দলকে এর আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে সেই সফর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নারী ক্রিকেটাররা আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে যাবেন বলে আশা করা হচ্ছে।

এই সফরে তারা করাচি ও লাহোরে দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

– বিবিসি/নতুনবার্তাডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/