চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাস্থ সমাজ সেবামূলক সংগঠন মাওলানা মাহবুবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলতে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ বাইসাইকেল চালিয়ে প্রচারণা করেছেন।
এ লক্ষে চট্টগ্রাম কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট আশরাফের নেতৃত্বে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা দিকে ৩০সদস্যের সাইকেল শোভাযাত্রাটি লোহাগাড়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। রওনার পূর্ব মুহুর্তে র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান।
পরে তারা ওইদিন বেলা ১২টার দিকে চকরিয়া পৌছলে পৌরশহরের জনতা মার্কেট পুরাতন বাসষ্টেশন এলাকায় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং সংবর্ধনা দেন চকরিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি বশির আল্ মামুন, সাধারণ সম্পাদক মিজবাউল হক, মো: সাইফুল্লাহ, জাসেদুল হোসেন সোহেল, হোসনে মোবারক, সিফাত, রুবেল ও রাফি।
পরে কিছুক্ষণ যাত্রা বিরতির পর তারা পূনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
You must log in to post a comment.