মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ ক ম শাহাবউদ্দিন ফরাজীকে নির্মমভাবে ও পৈশাচিক কায়দায় খুন করা হয়েছে। হত্যার মুটিভ দেখলেই বুঝা যায় এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ক্ষমতার মসনদে যাওয়ার বিএনপি-জামায়াতের নীল নকশার অংশবিশেষ এই হত্যাকান্ড। দেশব্যাপী হত্যাযজ্ঞ শুরু হয়েছে। গুপ্তহত্যার মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে দেশপ্রেমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবউদ্দিন ফরাজীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কক্সবাজার পৌর আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান একথা বলেন।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলম পুতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, পৌর আওয়ামীলীগ নেতা ডাঃ পরিমল কান্তি দাশ, সালাউদ্দিন সেতু, দুলাল দাশ, শাহনেওয়াজ চৌধুরী, মিজানুর রহমান, জাফর আলম, নুরুল আলম পেটান, এবি ছিদ্দিক খোকন, শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ কালু।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা এডঃ মোস্তাক আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ ইউনুচ, শাহাবউদ্দিন, আহমদ উল্লাহ, জাফর আলম, জামশেদ আলম জনি, আব্দুল মজিদ সুমন, শ্রমিকলীগের অন্যতম নেতা ইয়াহিয়া খান, শাহীন আহাম্মদ, এম এ তাহের রানা, অপু ধর, এম ওসমান গণি, মোঃ শাহেদ, লুৎফুর রহমান প্রমুখ।
সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ছিদ্দিকী। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাহাব উদ্দিন ফরাজী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
– প্রেসবিজ্ঞপ্তি।
You must be logged in to post a comment.