সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / প্রথম গান নিয়ে হাজির হলেন টেলিসামাদের ছেলে দিগন্ত

প্রথম গান নিয়ে হাজির হলেন টেলিসামাদের ছেলে দিগন্ত

বরেণ্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত টেলি সামাদের গানের প্রতি প্রেম ছোটবেলা থেকেই। স্কুলজীবন থেকেই গাইছেন বিভিন্ন অনুষ্ঠানে। ব্যান্ড করেন ২০০৫ সাল থেকে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যান্ড ‘জার্গ’ এর ভোকাল হিসেবে কণ্ঠ দেন চারটি গানে।

এরপর নিজেই গড়েছেন ‘রন্ড’ নামের একটি ব্যান্ড। তবে এ মুহূর্তে একক ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগী এ দিগন্ত। প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন একটি ইংরেজি গানে। ‘গ্রো’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজন এ এস ইমন। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল হাফিজ খান। এবার সেই গানের ভিডিও প্রকাশ করলেন দিগন্ত।

দিগন্ত বলেন, ‘আমার গানের সবচেয়ে বড় উৎসাহ ছিলেন বাবা। তাকে খুব মিস করছি। ২০১৮ সালের শুরুতে গানটির ট্র্যাক তৈরি করেছিলাম। তখনও গানটি সম্পন্ন হয়নি। কিন্তু গানটির ডেমো শুনেই বাবা পছন্দ করেছিলেন। চেয়েছিলেন একক গান হিসেবে ‘গ্রো’ গানটি যেনো প্রকাশ করি। বাবার ইচ্ছেটা পূর্ণ করতে দেরি হয়ে গেলো। আজ বাবা পাশে থাকলে অনেক ভালো লাগতো।’

দিগন্ত জানান, এখন থেকে নিয়মিত গান প্রকাশ করবেন তিনি। পাঁপড় মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘গ্রো’।

উল্লেখ্য, চলতি বছরের ৬ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল https://coxview.com/entertainment-jayed-khan/

শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল

  অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/