সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / রামু খিজারী স্কুলের ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

রামু খিজারী স্কুলের ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

u n o selina kaji  - Shima 21-3-16 (news 2pic) f1

সীমা চক্রবর্তী নম; রামু :

কক্সবাজার জেলার রামু’র ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী আদর্ম উচ্চ বিদ্যালয়ের ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। ২১মার্চ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ৬ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিদ্যালয়ের মোট ১২৩১জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। শিক্ষার্থীদের মাঝে শৈশবকাল থেকে প্রতিনিধিত্বশীল মনোভাব তৈরী, বিশ্বের উন্নয়নশীল দেশেরমত এদেশেও বিদ্যালয় গুলোর আঙ্গিনা, শ্রেণী কক্ষ পরিস্কার, খাবার পানি সরবরাহ, আসন বিন্যাস, স্বাস্থ্য উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ বিভিন্ন কর্মকান্ডে ষ্টুডেন্টস কেবিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যার ফলশ্রুতিতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন। মোট ৭টি পদে ২৩জন প্রার্থী শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে শিক্ষার্থী ভোটারদের ভোটে ৭জন প্রার্থী নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন, ৭ম শ্রেণীর ছাত্রী তাসনোভা মেহজাবীন আনিকা প্রাপ্ত ভোট ৩৪০, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফারিহা নাইম রিমি প্রাপ্ত ভোট ২৮২, ৮ম শ্রেণীর ছাত্র ফরহাদ রাকিব প্রাপ্ত ভোট ৩৭৭, জাহিদ হাসান প্রাপ্ত ভোট ৩১৯, নবম শ্রেণীর ছাত্র জাহেদুল কামাল প্রাপ্ত ভোট ৪১১, শাহাদাত হোসেন প্রাপ্ত ভোট ৩৩৬, দশম শ্রেণীর ছাত্র কিশোর শর্মা প্রাপ্ত ভোট ৩৪৩।

দেশের জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, দশম শ্রেণীর ছাত্র সরওয়ার আহাম্মদ, সহকারী কমিশনার ছিলেন, নবম শ্রেণীর ছাত্র শীর্ষক বড়ুয়া উষ্ণ ও ৮ম শ্রেণীর ছাত্র নুর হোসেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, ১০ জন এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন, ২০ জন কর্মকর্তা। নির্বাচন চলাকালীন সময়ে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, বাবলো শর্মা, স্নিগ্ধ বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, নাইমুল হক, জনি আলম, আমান উল্লাহ, তানজিলা, মোঃ সাইফুদ্দিন, মুবিনুল হক, রকিবুল ইসলাম।

পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন, প্রসেনজিত্ শর্মা, নিশান বড়ুয়া, মুফিজ, মোঃ তারেক, রোকনুজ্জামান, নাবিলা, রক্তিম দাশগুপ্ত, সাইমুন ইসলাম, মোঃ শোয়াইব, মিতু, অনিক দেবনাথ, অভিষেক বড়ুয়া, লুত্ফর রহমান, ইয়াছিন আরফাত, মোঃ এহছান, তাহমিনা আক্তার মিনা, আবির, মাইমুন, রিফাত উদ্দিন।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শণ করেন, কক্সবাজার-রামু,৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সেলিনা কাজী।

এছাড়া নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের শিক্ষক রুপম কুমার দাশ, এসময় অন্যান্য শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ সিনিয়র শিক্ষক ছৈয়দ আহাম্মদ, মোহাম্মদ হোছাইন, মৌলবী বখতেয়ার আহাম্মদ, নুর আহাম্মদ, ছৈয়দুল আলম, মাওলানা আবদুর রশিদ, মার্টিন এ, মোহাম্মদ নুর হোসেন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আবুল কালাম, নাজনীন আক্তার মেরী, শিক্ষিকা অর্পিতা চৌধুরী, নিজামুদ্দিন, অরুণ দে, ইমরুল কায়েস, তাবাচ্ছুমুল হুছনা, নাছরিন নুর, আমেনা আক্তার, সাইফুল ইসলাম, আরিফ রাশেল, শিপন বড়ুয়া, জসিম উদ্দিন, সূধা বড়ুয়া, মিলি রানী আচার্য্য, অফিস পিয়ন সিরাজুল হক প্রমূখ। প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রের কিংবা কোন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন ঘটলেই কেবল জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। অর্থাত্ শিক্ষার্থীদের শৈশব থেকে ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন ঘটানোর মূল্যবোধ জাগানোর জন্যই এই কেবিনেট নির্বাচন। এই নির্বাচন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/