সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উল্টাখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি কমল

উল্টাখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি কমল

শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামেগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দেশে শিক্ষা বিপ্লব ঘটিয়ে শিক্ষাক্ষেত্রে ব্যপক উন্নয়ন সাধন করছে

Kamol- Shima 21-3-16 (news 2pic) f1

সীমা চক্রবর্তী নম: রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০মার্চ রবিবার সকাল ১০টায় উল্টাখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করে শিক্ষা বিপ্লব ঘটিয়েছেন। অজপাড়াগায়ের ঝরে পড়া সকল শিক্ষার্থী যাতে শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারে সে জন্য সরকার বছরের শুরুতে বিনামূল্যে বই, উপবৃত্তি বিতরণসহ নানা শিক্ষা সামগ্রী বিতরণ করে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার দৃড় প্রত্যয় নিয়েছেন। তাই আমরা প্রধানন্ত্রীর প্রতিনিধি হয়ে দেশের সমস্থ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে উল্টাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ছৈয়দ আলম এর সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ ছৈয়দ নুর, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, রামু রহমানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক নিজামুল হক, এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুল আলম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশিদ, হাজী তালিয়াবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, ঘোনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, নাছিরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক বখতেয়ার উদ্দিন।

সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উল্টাখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেরামুল হক, শিক্ষকা আয়েশা ছিদ্দিকা, খতিাজ আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটি’র সদস্য এডভোকেট শওকত বেলাল, মাষ্টার তোফায়েল আহাম্মদ, ইছহাক চৌধুরী, মাওলানা আবুল হোছাইন, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার ফরিদুল আলম, ডাঃ জাফর আলম, মোক্তার আহাম্মদ, ছৈয়দ নুর প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে মানপত্র পাঠ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর কাশেম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/