সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / থানচিতে চাঁদা আদায়কালে তিন সন্ত্রাসী আটক

থানচিতে চাঁদা আদায়কালে তিন সন্ত্রাসী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান :

বান্দরবানের সবচেয়ে দূর্গম উপজেলা থানচি’তে রোববার দিবাগত রাত ১টায় চাঁদা তোলার সময় তিন সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয়রা। আটককৃতরা ত্রিপুরা ন্যাশনাল পার্টি সদস্য বলে জানা গেছে। আটককৃতরা হল, মেনপম মুরুং (২৭), মেনসং মুরুং (২৪) ও মংএচিং মারমা (৩০)। এসময় তাদের কাছ থেকে ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার দিবাগত রাত ১টায় আটককৃতরা ৪নং বলিপাড়া ইউনিয়নের শৈরাং ত্রিপুরা পাড়ায় প্রবেশ করে ত্রিপুরা ন্যাশনাল পার্টির নামে চাঁদা দাবি করে। স্থানীয়রা এসময় তাদের আটক করে বিজিবি’র হাতে সোপর্দ করে। তারা সবাই জেলার আলীকদম উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

থানচি ৩৩ বিজিবি’র সিও লে. কর্ণেল হাবিব জানান, আমরা গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছি। আটককৃতদের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সাত্তার সাংবাদিকদের জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/