সাম্প্রতিক....

বৈশাখ

-: সীমা চন্দ্র নম :-

গ্রীষ্মের রৌদ্রের তাপে,

খাঁ- খাঁ করে মাঠ- ঘাট

ফেটে চৌচির হয়

মৃদু – মৃদু দক্ষিণা হাওয়া বয়।

বড্ড তৃষ্ণা নিয়ে

কান্ত হয়ে,

কৃষকের ঘরে ফেরা

একটুকু জল দিয়ে তৃষ্ণা নিবারন কার।

গ্রীষ্মের অগ্নি দহনে চোখ বুজে

বিটপীর ছায়ায় একটু প্রশান্তির খুঁজে,

বটের ছায়ায় হবে বৈশাখের মেলা;

দেখতে – দেখতে কেটে যাবে সারাবেলা।

বৈশাখী শাড়ি পরে

গায়ের ছেলে-মেয়েরা কিনবে লাল চুড়ি,

হলদে ফিতে শখ করে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/