সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘সাংবাদিক-আইনজীবীর মদদে এস কে সিনহা বই লিখেছেন’

‘সাংবাদিক-আইনজীবীর মদদে এস কে সিনহা বই লিখেছেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে গঠিত সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত থাকার পাশাপাশি যথাসময়ে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তারা। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছু সাংবাদিক ও আইনজীবীর মদদেই বই লিখেছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে সফরের শেষ দিন শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাথে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতার মধ্যে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র চায় নির্বাচন সুষ্ঠু হোক।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট, ডিজিটাল নিরাপত্তা আইন, বাংলাদেশের নির্বাচন, বিদেশী বিনিয়োগসহ নানা বিষয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রধান বলেন, সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তাদের সবার সহযোগিতায় অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।

সময় সংবাদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধান বিচারপতির দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ সময় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই অ্যা ব্রোকেন ড্রিম-এর সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই ডিজিটাল আইন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিগত সাড়ে নয় বছরের সাফল্যসমূহ তুলে ধরেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2021/12/Result.jpg

এসএসসির ফল জানা যাবে যেভাবে

    অনলাইন ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/