সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ক্রেডিট কার্ডের নিরাপত্তায় কী করবেন?

ক্রেডিট কার্ডের নিরাপত্তায় কী করবেন?

আজকাল অনেকেই কেনাকাটা বা দৈনন্দিন প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তবে কেউ কেউ ক্রেডিট কার্ডে সব সময়ে টাকা রাখেন না বলে এর সুরক্ষার বিষয়টি নিয়ে অতটা যত্নশীল হন না।

কার্ডের নিরাপত্তায় প্রথম স্তর হলো গোপনীয়তা। গোপনীয়তা রক্ষা না করলে আপনি পড়তে পারেন বড় সমস্যায়। দেখে নিন ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কী কী নিয়ম মানা উচিত।

ডেবিট কার্ডের মতোই এর সব তথ্যও একান্ত ব্যক্তিগত। এর পিন, সিভিভি, কার্ডের নম্বর গোপন রাখুন। খুব ঘনিষ্ঠ কারো সঙ্গেও ভাগ করবেন না। মনে রাখবেন কোন অবস্থাতেই কোন ব্যাংক কর্মকর্তা বা অন্যকেউ এই তথ্য জানতে চাওয়ার কথা না।

অনেক সময়য়। অনেক সময় রেস্টুরেন্ট বা দোকানে বিল দিতে গিয়ে আমরা সবার সামনে পিন নম্বর দেই। তখন চারপাশে দেখুন কেউ আপনাকে লক্ষ্য করছেন কি না।

সাইবার ক্যাফেতে কার্ড ব্যবহার করার অভ্যাস পরিত্যাগ করুন। আপনার ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপ সহজেই বাইরের কারও হাতে পড়তে পারে, এমন মেশিন থেকে কার্ড ব্যবহারের আগে সতর্ক হন।

বাইরের কেউ অথবা ব্যাংক থেকে ফোন করে কার্ড সম্পর্কে কোনো তথ্য চাইলেও তা দেবেন না।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩০ মার্চ; ইতিহাসের এইদনে https://coxview.com/sergio-ramos-sports-birth-day/

৩০ মার্চ; ইতিহাসের এইদনে

সার্জিও রামোস গার্সিয়া একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি লা লিগা ক্লাব সেভিলার হয়ে সেন্টার-ব্যাক হিসেবে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/