সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২৬ এপ্রিল; ইতিহাসের এইদিনে

২৬ এপ্রিল; ইতিহাসের এইদিনে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg?resize=540%2C299&ssl=1

 


অনলাইন ডেস্ক :
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়:

 

ঘটনাবলী :

  • ১৫২৬ – মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
  • ১৫৫৫ – জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।
  • ১৭০১ – ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।
  • ১৭৭০ – ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
  • ১৭৮৯ – ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
  • ১৯১৫ – যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (secret treaty of London) ইতালিকে ব্রেনার গিরিপথ (Brenner pass) পর্যন্ত ত্রেন্তিনো (Trentino), তিরোল (Tirol), ইস্ত্রিয়া (Istria), ডালমাসিয়া (Dalmatia), দোদেকানিজে (Dodecanese) দিতে সম্মত হয়।
  • ১৯১৯ – লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২০ – আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
  • ১৯২০ – পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৫২ – জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৫ – মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।
  • ১৯৬৯ – ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।
  • ১৯৯২ – রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯২ – সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।
  • ১৯৯২ – সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।
  • ২০০১ – ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।
  • ২০০৪ – একটি মার্কিন গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করে।

 

জন্ম :

  • ৩২ – ওঠো, রোমান সম্রাট।
  • ১৪৪২ – চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ড রাজা।
  • ১৭১২ – ফরাসি দার্শনিক জঁ-জাক রুসো।
  • ১৭৫৮ – জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
  • ১৭৭৪ – খ্রিস্টিয়ান লেওপোল্ড ফন বুখ, জার্মান ভূবিজ্ঞানী এবং জীবাশ্মবিদ।
  • ১৭৮৫ – জন জেমস আদোবান বা জঁ-জাক ওদিবোন, ফরাসি-আমেরিকান পক্ষীবিজ্ঞানী, প্রকৃতিবাদী, শিকারী এবং চিত্রকলাকার।
  • ১৭৯৫ – চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।
  • ১৭৯৮ – ওজেন দ্যলাক্রোয়া, ফরাসি চিত্রকর।
  • ১৮৩৮ – টবিয়াস আসের, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত।
  • ১৮৬৯ – দিনে ফ্রান্সিস মেরি হককিন, একজন নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।
  • ১৮৭৯ – ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
  • ১৮৮৪ – আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক।
  • ১৮৮৯ – লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রীয় দার্শনিক।
  • ১৮৮৯ – আন্টোনিও ডে অলিভেরা সালাজার, পর্তুগিজ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১০০ তম প্রধানমন্ত্রী।
  • ১৮৯৫ – খাজা হাবিবুল্লাহ, ঢাকার পঞ্চম ও শেষ নবাব।
  • ১৮৯৭ – নীতীন বসু, বাঙালি চলচ্চিত্র পরিচালক।
  • ১৯০০ – ইয়ান হেন্ডরিখ ওর্ট, ওলন্দাজ জ্যোতির্বিদ।
  • ১৯০৬ – কুর্ট গ্যোডেল, মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।
  • ১৯০৮ – জন জ্যাক হেনরি ওয়েব ফিঙ্গলটন, অস্ট্রেলীয় ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যে।
  • ১৯২৪ – নারায়ণ সান্যাল, বাঙালি লেখক।
  • ১৯৩০ – আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
  • ১৯৩৩ – ক্যারল বার্নেট, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা ও লেখক।
  • ১৯৩৭ – সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।
  • ১৯৪১ – কার্ল ব্যারি শার্পলেস, পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
  • ১৯৪৭ – হুমায়ুন আজাদ, ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক, কিশোর সাহিত্যিক ও রাজনীতিক ভাষ্যকার লেখক।
  • ১৯৪৯ – জগৎজ্যোতি দাস, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা।
  • ১৯৬০ – ওয়াল্টার যেঙ্গা, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৬১ – জোয়ান চেন, চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
  • ১৯৬৩ – জেট লি, চীনা-সিঙ্গাপুরের মার্শাল শিল্পী, অভিনেতা এবং প্রযোজক।
  • ১৯৬৮ – অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
  • ১৯৭০ – মেলানিয়া ট্রাম্প, স্লোভেন-আমেরিকান ব্যবসায়ী ও ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী।
  • ১৯৭৪ – পেনেলোপে ক্রুজ সানচেস, স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক।
  • ১৯৮৮ – হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৯৯ – লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকান প্রমিলা ক্রিকেটার।


মৃত্যু :

  • ১৭৪০ – প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।
  • ১৮১৩ – মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল।
  • ১৮৫৩ – লুডভিগ টিয়েক, জার্মান লেখক ও কবি।
  • ১৯২০ – শ্রীনিবাস রামানুজন, ভারতীয় গণিতবিদ।
  • ১৯৩২ – বিল লকউড, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৩৬ – মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম)।
  • ১৯৪৫ – বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।
  • ১৯৫১ – আর্নল্ড সমারফেল্ড, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
  • ১৯৫৪ – লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।
  • ১৯৫৭ – গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট এবং শোতোকান কারাতের প্রতিষ্ঠাতা।
  • ১৯৭০ – এড বেগ্লেয়, আমেরিকান অভিনেতা।
  • ১৯৭৮ – মোহাম্মদ দাউদ খান, আফগান কমান্ডার, রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি।
  • ১৯৮৬ – ব্রডরিক ক্রফোর্ড, আমেরিকান অভিনেতা।
  • ১৯৮৯ – লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক।
  • ১৯৯৯ – আলফ রামসে, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ১৯৯৯ – আর্থার লিওনার্ড শলো, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
  • ২০০৩ – ইউন হিয়ন সক, দক্ষিণ কোরীয় সমাজকর্মী।
  • ২০০৫ – মারিয়া শেল, অস্ট্রিয়ান-সুইস অভিনেত্রী।
  • ২০১২ – মাটিল্ডে কামুস, স্প্যানিশ কবি।
  • ২০১৭ – জোনাথন ডেমি, আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার।


ছুটি ও অন্যান্য :

  • বিশ্ব মেধা সম্পদ দিবস
  • আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/