সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / জালালাবাদে ফখরুদ্দিন ফরাজীর অটোরিক্সা নির্বাচনী জরিপে এগিয়ে

জালালাবাদে ফখরুদ্দিন ফরাজীর অটোরিক্সা নির্বাচনী জরিপে এগিয়ে

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

প্রচার প্রচারণার শেষ মুহূর্তে জালালাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (অটোরিক্সা প্রতীক) ফখরুদ্দিন ফরাজী কাজল নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন। সর্বত্রই যেন গণজোয়ার।


ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় চলছে ব্যাপক প্রচারনা। কর্মীদের হাতে হাতে লিফলেট অটো রিকশা প্রতীকের। ব্যতিক্রমী প্রচারণায় মুগ্ধ নারী পুরুষ সাধারন ভোটার। যেদিকে যান সেদিকেই গনজোয়ার সৃষ্টি। অটোরিক্সার পক্ষে বাড়ী বাড়ী প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন। একঝাঁক কর্মীবাহিনী নিরলস কাজ করা যাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে।


প্রায় প্রতিদিন সকাল থেকেই গভীর রাত অবধি পযন্ত গণসংযোগ আর মতবিনিময় সভায় ব্যস্ত মুখর দিনপার করেন যোগ্য, সৎ, ন্যায়ের প্রতিক ও দক্ষ প্রতিবাদী ব্যক্তিত্ব কাজল ফরাজী। তিনি পুরো ইউনিয়নের অলি-গলিতে দিন রাত চষে বেড়াচ্ছেন মানুষের ধারে ধারে ভোট প্রার্থনায়।

এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজল ফরাজী পক্ষে এলাকার সুশীল সমাজ মাঠে নেমে পড়েছেন।


ফরাজী পাড়া, বাহারছড়া, লরাবাক,ছাতিপাড়া, বাজার এলাকা, ইদ্রিসপুর, মোহনভিলা, পালাকাটা সহ বিভিন্ন এলাকার ভোটারদের মুখে মুখে অটোরিকশা প্রতীকের গণজোয়ার পরিলক্ষিত হয়।


নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, ইউনিয়নের নানা এলাকায় যোগ্যপ্রার্থী ফখরুদ্দিন ফরাজী কাজল এর নির্বাচনী অফিসে সরগরম। কর্মীরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে প্রায় এলাকাজুড়ে। যেন সর্বত্রই ফরাজীর নাম।


সাধারণ ভোটার জানান, আগামী ২৮শে এপ্রিল ইউপি চেয়ারম্যান প্রার্থী ফখরুদ্দিন ফারাজী কাজলকে নির্বাচিত করে ঘরে ফিরব ইনশাল্লাহ।


প্রার্থীর সাথে কথা হলে তিনি জানান,ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলাম,আছি এবং থাকবো। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব পরিষদ হিসেবে গড়ে তোলা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/