সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পেঁয়াজ কেজি ১শত টাকায় বিক্রি : ক্রেতারা হতাশ

ঈদগাঁওতে পেঁয়াজ কেজি ১শত টাকায় বিক্রি : ক্রেতারা হতাশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কদিন ধরে পেঁয়াজের দাম বেড়ে তিনগুণে পরিণত হয়ে পড়েছে। এতে করে, বৃহত্তর এলাকার ক্রেতারা চরম ভাবে হতাশ হয়ে পড়েন। বাজারে বিভিন্ন দোকানে পেঁয়াজ ভরপুর থাকলেও চড়া দামের কারনে কিনতে পারছেনা সাধারণ মানুষরা। খেটে খাওয়া লোক পেঁয়াজ ছাড়ায় তরিতরকারী রান্না করে যাচ্ছেন এমনটায় জানান কজন রিকসা চালক। এমনকি ঈদগাঁও বাজারের আড়ত থেকে অতিরিক্ত দামে খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ কিনছেন বলেও জানিয়েছেন এ প্রতিবেদককে।

২৩শে অক্টোবর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, পেঁয়াজ কেউ বিক্রি করছে ৯৫, কেউবা ১শত, আবার কেউ ১০৫, অন্য কেউ ১১০ টাকায়। তবে এসব খুচরা ব্যবসায়ীরা হতাশ কন্ঠে জানান, অতিরিক্ত দামে আড়ত থেকে কিনতে হচ্ছে পেঁয়াজ। সে কারণে দ্বিগুণ থেকে তিন গুন দামে পরিণত হয়ে পড়েছে।

কবিরাজ নুরুল আলম নামের এক ক্রেতা জানান, গত তিনদিন পূর্বে পেঁয়াজ কিনেছিলেন কেজি ৮০ টাকা হিসেবে। বর্তমানে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিকিকিনি হচ্ছে। ১৬ অক্টোবর ঈদগাঁও বাজারে অভিযানের সপ্তাহ পার হতে না হতে আবারো অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করাকে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েন বৃহত্তর এলাকার খেটে খাওয়া সাধারণ লোকজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/