সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / নওয়াজকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ ইমরানের

নওয়াজকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যেন সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পান সে বিষয়টি নিশ্চিতে পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার রাতে লাহোরের সার্ভিসেস হসপিটালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী নওয়াজ শরীফকে। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়।

২০১৮ সালের ২৪ ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল মিলস মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল পিএমএল-এন-এর প্রধান নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টাবিলিটি আদালত।

এদিকে বুধবার নওয়াজের ছেলে হুসেইন নওয়াজ আশঙ্কা প্রকাশ করে জানান, তার বাবাকে কারাগারে হয়তো বিষ প্রয়োগ করা হয়েছে। সে কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বুধবার এক টুইট বার্তায় পাক সরকারের প্রধান মুখপাত্র ফিরদৌস আশিক আওয়ান বলেন, নওয়াজ শরীফের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন।

আশিক আওয়ান বলেন, নওয়াজ শরীফের জন্য দোয়া করেছেন ইমরান খান এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ডঃ আয়াজ মাহমুদের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে মঙ্গলবার নওয়াজ শরীফের চিকিৎসা শুরু করা হয়। তার প্লাটিলেট বেড়ে এখন ২০ হাজারে পৌঁছেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকদের মতে স্বাভাবিক অবস্থায় প্লাটিলেটের মাত্রা ১ লাখ ৫০ হাজার থেকে চার লাখ পর্যন্ত থাকে। বুধবার রাতে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ হাসপাতালে তার বাবার সঙ্গে দেখা করেছেন।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/