সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2017/09/aung-san-suuch-3.jpg?resize=620%2C349&ssl=1

অনলাইন ডেস্ক :


মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। একইসঙ্গে প্রেসিডেন্ট উইন মিন্টকেও ক্ষমা ঘোষণা করা হয়। মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির বেসামরিক নেত্রী অং সান সু চিকে আটকে রাখা হয়েছে।


মঙ্গলবার (১ আগস্ট) মিয়ানমার নাউয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।


তারা দুজনেই ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে কারাগারে রয়েছেন। সু চি ১৯টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর জন্য তার ৩৩ বছর কারাদণ্ড হয়েছে। ১৯টি মামলার মধ্যে যে ৫টি মামলায় সু চির ৩৩ বছরের করাদণ্ড হয়েছিলো সে মামলাগুলো থেকে তাকে মুক্তি দেয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/