সাম্প্রতিক....
Home / জাতীয় / আকাশপথে ভ্রমণের খরচ বাড়লো

আকাশপথে ভ্রমণের খরচ বাড়লো

দেশে এবার আকাশপথে ভ্রমণের খরচ বেড়েছে। এখন থেকে প্লেনে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাবদ নতুন ফি পরিশোধ করতে হবে।

রোববার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর।

এর আগে গত জুলাই মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ব্যবহারে এ সংক্রান্ত নতুন নোটিশ জারি করে।

বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপ করা হবে, সিদ্ধান্ত জানায় সংস্থাটি। সে অনুযায়ী, রোববার থেকে বিমানবন্দর ব্যবহারে গুনতে হবে নতুন ফি।

তবে যাত্রীকে সরাসরি ফি পরিশোধ করতে হবে না। প্লেনের টিকিটের সঙ্গে ভ্যাট ট্যাক্স বাবদ এই ফি কেটে নেওয়া হবে। ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে এ ফি নির্ধারণ। দেশ হিসেবে টিকিটের মূল্য যেমন ভিন্ন, প্রায় তেমনি এ ফিও।

বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে পাঁচ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ছয় ডলার দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।

আরও পড়ুন: করোনা সঙ্কটে ৪৮ পাইলটকে ছাঁটাই এয়ার ইন্ডিয়ার

অন্যদিকে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বেড়েছে ১৭০ টাকা।

যাত্রীকে প্লেনের টিকিট কেনার সঙ্গে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে।

 

সূত্র:deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/