সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও টিএন্ডটি পুকুরটি যেন ময়লার ভাগাড় : ছড়াচ্ছে দুগন্ধ : সরানোর দাবী

ঈদগাঁও টিএন্ডটি পুকুরটি যেন ময়লার ভাগাড় : ছড়াচ্ছে দুগন্ধ : সরানোর দাবী

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অবস্থিত টিএন্ডটি পুকুর যেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়ে পড়েছে। উক্ত সড়ক দিয়ে যাতায়াতকারী ও মুসল্লীরা দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়ে। দেখার যেন কেউ নেই। যার ফলে একদিকে হচ্ছে পরিবেশ দূষণ, অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ।


দেখা যায়, টিএন্ডটির গেইট, রাস্তা, বাউন্ডারী ওয়াল ও অফিস যেন ভুতুড়ে পরিবেশ। অস্বাস্থ্যকর, দুর্গন্ধসহ নোংরা। গোটা ঈদগাঁও বাজারের ময়লা আবর্জনা রাতের আঁধারে টিএন্ডটি অফিসের পুকুরে স্তুপ করে রাখে। এক পর্যায়ে ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিণত হলেও সড়ক দিয়ে দৈনিক যাতায়াতকারী জনগণ ও মুসল্লীদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। স্থানীয় জন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়।


স্থানীয়রা জানান, ঈদগাঁও বাজারের যত্রতত্র ময়লা আবর্জনা টিএন্ডটি অফিসের পুকুর পাড়ে ফেলে। এতে বাজারে আসা লোকজনদেরকে দুর্গন্ধ পোহাতে হচ্ছে। বর্ষাকালে ময়লা পচে গন্ধ ছড়ায়।


পথচারী আলমসহ অনেকে জানান, টিএন্ডটি অফিসের পাশ ঘেঁষে ময়লা আবজর্না যেন চেয়ে গেছে। সংস্কার নেই দীর্ঘকালেও। যার কারনে দূর্গন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ। আবর্জনা অন্যত্রে সরানোর দাবী।


সচেতন মহল জানান, টিএন্ডটির জায়গাটি পরিত্যাক্ত ও জলাবদ্ব। এই জায়গায় যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নজর দেয় তাহলে সরকার ও জনগণ উভয় লাভবান হতো।


উল্লেখ্য, ঈদগাঁওতে একমাত্র গুরুত্ববহনকারী যোগা যোগ মাধ্যম ছিল ল্যান্ডফোনের টিএন্ডটি অফিস। এ অফিসে রয়েছে ঐতিহ্যময় অনেক বছরের পুরনো অতীত ইতিহাস। এই জনগোষ্ঠির স্বার্থে দেশ-বিদেশে যোগাযোগের কথা চিন্তা করে তৎকালীন সময় ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের অধীনে ঈদগাঁও টিএন্ডটি অফিসটি স্থাপিত হয়েছিল। বর্তমানে সেটির বেহাল দশা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/