সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ৫ রোহিঙ্গা নিহতের ঘটনায় ৬ জনকে আটক

৫ রোহিঙ্গা নিহতের ঘটনায় ৬ জনকে আটক

নিজস্ব প্রতিনিধি; উখিয়া :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জন রোহিঙ্গা দু:ষ্কৃতিকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


শনিবার (৮ জুলাই) গভীর রাতে বালুখালী ৮ নম্বর (পূর্ব) ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।


এসময় ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, বালুখালীর ৮ নম্বর (পূর্ব) রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নবাদি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে এপিবিএন বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। শনিবার দুপুর পর্যন্ত যৌথ অভিযানে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। তাই মামলা রেকর্ড করা হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/