সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় বোরকা বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগে দা’বাহিনীর এক সদস্য আটক

পেকুয়ায় বোরকা বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগে দা’বাহিনীর এক সদস্য আটক

Khon - 7 (a)মুকুল কান্তি দাশ; চকরিয়া:

কক্সবাজারের পেকুয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বনভূমি দখলে নিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয়েছে বোরকা বাহিনীর সদস্য ইউনুছ আহমদ (২৫)কে। নিহত ইউনুছ টৈটং ইউনিয়নের জুমপাড়ার খুইন্যাভিটার আবদুল খালেকের ছেলে। গত শনিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত ইউনুছকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ২ টার দিকে মারা যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে জনগণ ধাওয়া করে জমির হোসেন (৩৫) নামক দা’বাহিনীর এক সদস্যকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সুত্র জানায়, পেকুয়ার বনভূমি ও খাসজমি দখলসহ চাঁদাবাজীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বিএনপি নেতা ও ফরায়েজী হত্যা মামলার আসামী শাহাদাত মেম্বারের “বোরকা বাহিনী” ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নাসিরের নেতৃত্বাধীন “দা-বাহিনী’ সদস্যদের মধ্যে। তারই রেশ ধরে ইউনুছ হত্যাকান্ডটি ঘটেছে বলে স্থানীয়দের অভিমত।

তবে থানার অফিসার ইনচার্জ আব্দু রকিব কাউকে আটকের ঘটনা অস্বীকার করে বলেন, জমির বিরোধ নিয়ে এ হত্যাকান্ড। এরপরও নেপথ্যে কোন কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হত্যাকান্ডের বিস্তারিত জানতে রবিবার দুুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। হত্যার ঘটনায় একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/