সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অল্প বৃষ্টিতেই ঈদগাঁও বাজারে কাদাজলের সৃষ্টি

অল্প বৃষ্টিতেই ঈদগাঁও বাজারে কাদাজলের সৃষ্টি

প্রতিকী ছবি

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের বহুল আলোচিত বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অল্প বৃষ্টিতেই কাদাজলের সৃষ্টিতে হয়েছে। এই নিয়ে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে বাজারে সওদা করতে আসা সর্বশ্রেণি মানুষজন।

সরজমিনে দেখা যায়, ২০ এপ্রিল রাত্রী বেলায় বৃষ্টিপাতে গুরুত্ববহ ঈদগাঁও বাজারের ডিসি সড়কের পার্শ্ববর্তী বাজারের অভ্যান্তরিন সড়ক উপসড়ক জুড়ে কাদাজলে সৃষ্টি হয়। সে সব জলকাদা পেরিয়ে মুসল্লি, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষজন নানান কাজকর্মে ছুটে যাচ্ছে। আবার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চল সওদা করতে আসা ব্যবসায়ীরাও বিপাকে পড়ছে। এমনকি অল্প বৃষ্টিতেই পানি জমে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতেও দেখা গেছে। আবার মাছ বাজার সড়ক, বাজারের দক্ষিণ পার্শ্বস্থ তেলীপাড়া সড়ক, ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়ক, পশ্চিমের তরকারী বাজার, মাতবর মার্কেটে পানি জমে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের উপক্রম শুরু হয়েছে।

এদিকে অনেকে বলাবলি করতে শুনা যাচ্ছে যে, বাজারের প্রধান ডিসি সড়কটি উঁচু হওয়ার কারণে ব্যবসা বানিজ্য কিংবা প্রতিষ্ঠান নিচু হয়ে পড়েছে। যার কারণে অল্প বৃষ্টি হলেই পানি জমে কাদায় পরিপূর্ণ হয়ে পড়ে। তবে কয়েক শিক্ষার্থীর মতে, ময়লা আবর্জনা যুক্ত পানি পেরিয়ে অতি কষ্টের বিনিময়ে প্রিয় শিক্ষাঙ্গনে যেতে হচ্ছে, এসব দেখার যেন কেউ নেই বলে আক্ষেপে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/