সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আন্তর্জাতিক পর্বত দিবসে বান্দরবানে ম্যারাথন প্রতিযোগিতা

আন্তর্জাতিক পর্বত দিবসে বান্দরবানে ম্যারাথন প্রতিযোগিতা

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

রবিবার সকালে বান্দরবান কেরানিরহাট সড়কের বাইতুল ইজ্জত অংশ থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকায় গিয়ে শেষ হয়। প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দেয় প্রতিযোগীরা। এতে ১ ঘণ্টা ৪৫ মিনিটে আব্দুল্লাহ আল নোমান প্রথম স্থান, ১ ঘন্টা ৪৩ মিনিটে মোঃ কাউসার দ্বিতীয় স্থান ও ১ ঘন্টা ৫২ মিনিটে মোঃ রুবেল নির্ধারিত পথ অতিক্রম করে তৃতীয় স্থান অধিকার করে। পরে রাজার মাঠে পুরস্কার বিতরণ করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তার সাথে জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, সিং ইয়ং ম্রো ও প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/