সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগাঁওতে নাগরদোলায় চড়তে গিয়ে পেঁচিয়ে চামড়াসহ চুল বিচ্ছিন্ন

ঈদগাঁওতে নাগরদোলায় চড়তে গিয়ে পেঁচিয়ে চামড়াসহ চুল বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ারস্থ করাচি পাহাড়ে মাহফিলে বসানো নাগরদোলায় চড়তে গিয়ে চুল পেঁচিয়ে চামড়াসহ চুল বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
১১ ডিসেম্বর রবিবার মাগরিবের আজানের পর মাহফিল স্থলের অদূরে বসানো নাগরদোলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র মতে, ইসলামাবাদের ৮নং ওয়ার্ডের বাসিন্দা কালাপুতুর ১০ বছর বয়সী কন্যাসন্তান মামণী (ডাকনাম) মাগরিবের আজানের পর মাহফিলে বসানো নাগরদোলায় চড়তে গিয়ে দোলনার সাথে চুল পেঁচিয়ে মাথার চামড়া চুল সহ ওঠে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত মামণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন৷

ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
কন্যাশিশুটির অবস্থা আশংকাজনক হওয়াতে এখন ঢাকার পথে৷ আহত শিশুর পিতা অসহায় গরীব দিনমজুর।

তবে মাহফিলে নাগরদোলা বসানোর ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/