সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোকরানা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোকরানা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোকরানা, ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।


২৭ মার্চ (বুধবার) বিকেলে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা গেইট সংলগ্ন মাতৃছায়া নিবাসের নিজস্ব কার্যালয়ে সংগঠনটি নিবন্ধন হওয়ায় শোকরানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা নোমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, আর্থ কম্পিউটারের স্বতাধিকারী, কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, মেহেরঘোনা রেঞ্জ বিট কর্মকর্তা ফিরোজ কবির, হাফেজ আমীনুর রশিদ।


আলোচনা ও মোনাজাত পরিচালনা করেছেন- ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।


এতে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ মাহবুব, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল খালেক, সদস্য আনাছ বিন নুর, শহিদুল ইসলাম রাহী, মোহাম্মদ ফাহিম, আবু তৈয়ব, প্রতিবন্ধী রিয়াদ, বন পাহারাদার আবু তাহের, মেহেরঘোনা ছাত্র পরিষদের প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।


বক্তারা বলেন, সংগঠনটি মানবিক ও সামাজিক কাজকর্মে মোটামুটি পর্যায়ে এগিয়ে রয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/