সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়েই সম্পন্ন হয়।

জানা যায়, ৪ সেপ্টেম্বর (রবিবার) বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলী এহছান, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, স্কাউট কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, এল টি আ ন ম আজগর হোছাইন, আব্দুল হামিদ, আব্দুস সালাম, পূনাম পাল। দীক্ষা প্রদান করেন জসিম উদ্দিন ও আব্দুল মজিদ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, স্কাউটিং সুশৃঙ্খল ও নিয়মানুবর্তি জীবন যাপনে উদ্বুদ্ধ করে। দেশ ও জাতি গঠনে ভূমিকা ও অপরিসীম।

তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিদ্যালয়ের বয়স্কাউট ও গার্লস ইন গাইড গ্রুপের সদস্যরা অংশ নেয়। শেষে স্কাউটের দলপতি ও উপ-দলপতিদের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এরই পূর্বে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/