সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় চোলাই মদসহ বাসের ড্রাইভার ও হেলপার আটক

লামায় চোলাই মদসহ বাসের ড্রাইভার ও হেলপার আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ১৫০ লিটার চোলাই মদসহ বাসের চালক ও হেলপারকে আটক করেছে লামা পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লামা-চকরিয়া সড়কের বাসের চালক জালাল উদ্দিন (৪৫) ও হেলপার শাহজাহান (২৬)।

জানা যায়, লামা উপজেলা থেকে যাত্রীবাহী একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। (বাসের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ব-১১-০৫৪১)। বাসটি ইয়াংছা নামক স্থানে গেলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে। এসময় চোলাই মদের মূল মালিককে না পেয়ে পুলিশ চালক ও হেলপারকে আটক করে।

এ বিষয়ে ইয়াংছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জি.এম নেয়ামত সাংবাদিককে জানান, লামা-ইয়াংছা সড়ক হয়ে মদ পাচারকালে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার মদভর্তি বস্তা উদ্ধার করে। এসময় বাসের চালক জালাল উদ্দিন, হেলপার শাহজাহান নামের দুই জনকে আটক করে লামা থানায় প্রেরণ করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/