Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে দুর্গােৎসবকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ : সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ

ঈদগাঁওতে দুর্গােৎসবকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ : সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ

https://coxview.com/wp-content/uploads/2023/10/CCTV-camera-in-Durga-Puja.jpg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন দুর্গা উৎসবকে ঘিরে আনন্দের বন্যা বইছে সব বয়সী নারী পুরুষের মাঝে। মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত দিনপার করছে কারিগরেরা।


জানা যায়, আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয়া দূগোৎসব। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে ৫ দিনের আয়োজন।


কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার ১৭টি প্রতিমা পূঁজা ও ১১টি ঘট পূঁজা হতে যাচ্ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। এদিকে প্রতিমা তৈরীর পাশাপাশি ডেকোরেশনসহ সাজ সজ্জার কাজকর্মও থেমে নেই। চলছে পুরোদমে।


বৃহৎ এ দূগােৎসবকে সামনে রেখে সনাতনী লোকজনের বাড়ী বাড়ীতে চলছে নানা খাদ্যসামগ্রী তৈরি। নতুন পোশাক কেনাকাটাতে ব্যস্তমুখর শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ।


তথ্য মতে, প্রতিবছরের ন্যায় এই বছরও উপজেলায় শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ২৮টি প্রতিমা ও ঘট পূঁজা এবার। তৎমধ্যে জালালাবাদ ইউনিয়নে ৩টি প্রতিমা, ২টি ঘট পূঁজা, ইসলামাবাদ ইউনিয়নে ৮টি প্রতিমা,৬টি ঘট পূঁজা আর ঈদগাঁও ইউনিয়নে ৬টি প্রতিমা ও ৩টি ঘট পূঁজা হতে যাচ্ছে।


ঈদগাঁও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, উপসহকারী কৃষি অফিসার জিকু দাস সুব্রত জানান, এবছর ১৭টি প্রতিমা পূঁজা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। দুর্গােৎসবকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনাতন সম্প্রদায়ের লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আইন-শৃঙ্খলার বিষয়ে থানার ওসি মহোদয় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

  মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :বান্দরবানের লামা উপজেলায় ডিজিটাল ক্যাম্পেইন’২৪ সিজন ২১ উপলক্ষে ওয়ালটন ডাবল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/