সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় পাঁকা রাস্তায় লবণবোঝাই ট্রলী : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় চলছে

কুতুবদিয়ায় পাঁকা রাস্তায় লবণবোঝাই ট্রলী : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় চলছে

Mobile Court 1

এম. রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় লবণ বোঝায় ট্রলীর নিচে পলিথিন ব্যবহার না করে পাঁকা রাস্তায় চলাচল করা লবণ বোঝাই ট্রলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা চালিয়ে যাচ্ছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালেহীন তানভীর গাজী। ৬ এপ্রিল দুপুর ১ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী ও দরবার রাস্তা থেকে লবণ বোঝাই দু’টি ট্রলী আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি ট্রলীর মালিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ট্রলির মালিকরা হলেন লেমশীখালী ৬নং ওয়ার্ডের শামশুল আলমের পুত্র হেফাজ ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে মিজান। ৫ এপ্রিল প্রথম দিন দরবার রাস্তার মাথা থেকে একটি ট্রলীকে আটকের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের মাধ্যমে এ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এ অভিযান উপজেলায় লবণবাহী প্রতিটি ট্রলীর পাটাতনে পলিথিনের ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে বলে জানান তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/