সাম্প্রতিক....
Home / জাতীয় / গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী করোনায় আক্রান্ত

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী করোনায় আক্রান্ত

গাজীপুরের মেঘডুবি মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইন থেকে ঢাকায় পাঠানো আট জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুই দফায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় এই আটজনকে।

সিভিল সার্জন বলেন, ১৪ মার্চ রাতে ইতালি ফেরত ৪৮ জকে গাজীপুরের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে আট জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা থেকে জানানো হয়, ওই আট জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের স্বজনদের ডাকা হয়েছে। যেহেতু একজনের ফলাফল পজিটিভ তাই বাকি ৪০ জনকে আরও ১৪-২১ দিন এখানে থাকতে হবে।

বর্তমানে দুই শিশুসহ ৪০ জন প্রবাসী পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে শরীরে অস্বাভাবিক তাপমাত্রা পাওয়ায় দুই দফায় আট জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/