সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফ শাহপরদ্বীপ সড়কের ফলক উম্মোচন করলেন সাংসদ বদি (মজবুত ও ঠিকসই কাজের বাস্তবায়ন চাই)

টেকনাফ শাহপরদ্বীপ সড়কের ফলক উম্মোচন করলেন সাংসদ বদি (মজবুত ও ঠিকসই কাজের বাস্তবায়ন চাই)

Abdur Rahman Badi - Giasuddin 18,08,16 news 3pic f2 (3)

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়ককে আরো শক্তিশালী ও ঠিকসই পুর্ন নির্মাণের কাজ শুভ উদ্বোধন করলেন সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি। এই কাজটির জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের পৌরসভার জীপ ষ্টেশন এলাকায় এ কাজের ফলক উম্মোচন করেন সাংসদ বদি। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমান রাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, টেকনাফ পৌর মেয়র হাজী মো. ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর, সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া, পৌরসভার কাউন্সিলার আব্দুল্লাহ মনির, কাউন্সিলর নূরুল বশর নুরশাদ, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল হামিদ, প্রমুখ।

সড়ক বিভাগ সুত্রে জানা যায়, টেকনাফ পৌর শহর জিপ ষ্টেশন চত্তর থেকে হারিয়াখালী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের পুনঃনির্মাণ কাজের উন্নয়ন করা হবে। এর মধ্যে ৮টি কালভাটও রয়েছে। এই সড়কের ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা। এই সড়কটি বাস্তবায়নের কাজ পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্টান র‌্যাব, আরসি (জেভি)।

উদ্বোধন শেষে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি বলেন, দিন বদলের পালা নিয়ে এগিয়ে যাচ্ছে টেকনাফের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। এই এলাকাটি হচ্ছে পর্যটন এলাকা। এখানে দেশী-বিদেশী হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে। পযটকের আগমনে টেকনাফ উপজেলা হবে মুখরিত। এই টেকনাফকে একটি সুন্দর পর্যটন স্পট করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে টেকনাফ-সাবরাং ও শাহপরীরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকাকে সৌন্দর্য রক্ষা করা সকলের গুরু দায়িত্ব।

তিনি আরো বলেন, বর্তমানে টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়ক দিয়ে বিভিন্ন প্রকার ছোট বড় যানবাহন চলাচল করবে। তাই এ সড়কটি টেকসই করা খুবে জরুরী । আমরা চাই সড়কের ভাল কাজ। তিনি এই কাজটি সুন্দর ও টেকসই করার জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের সুদৃষ্টি আশা করেন। সড়কের কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে আমাকে অবগত করবেন। আমি এই পর্যন্ত কোন চাঁদাবাজকে পশ্রয় দেয়নি এবং আমার এলাকায় চাঁদাবাজ থাকতে পারবেনা। তিনি সড়কের কাজটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/