সাম্প্রতিক....
Home / জাতীয় / ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণা

ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণা

ছবি; সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে অনুষ্ঠিত হবে।

৪ ডিসেম্বর সোমবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম সংবাদ মাধ্যমকে জানান, আনিসুল হকের মৃত্যুর কারণে এ প্রজ্ঞাপন জারি করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখান থেকে গেজেট আকারে প্রকাশিত হবে এটি।

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর কারণে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন জানায়, মেয়র পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করলেই ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে কমিশন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ১৬ ধারায় বলা হয়েছে, মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনো পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন হবে। উপনির্বাচনের বিজয়ী বাকি মেয়াদে মেয়র বা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনিসুল হক বিজয়ী হয়েছিলেন। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর মারা গেলে পদটি শূন্য হয়ে যায়।

 

 

সূত্র:আশরাফ ইসলাম-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/