সাম্প্রতিক....
Home / জাতীয় / নারীদের জন্য ঢাকা বিশ্বে সপ্তম অনিরাপদ শহর

নারীদের জন্য ঢাকা বিশ্বে সপ্তম অনিরাপদ শহর

রাজধানীর কর্মজীবী নারী। ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের রাজধানী ঢাকা নারীর জন্য বিশ্বে সপ্তম অনিরাপদ শহর। এছাড়া বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১৯ শহরের মধ্যে রয়েছে ঢাকার অবস্থান।

সম্প্রতি বিশ্বের মহানগরীগুলোর ওপর জরিপ চালিয়ে ব্রিটেনের থমসন রয়টার্স ফাউন্ডেশন প্রকাশিত এক তালিকা এ তথ্য উঠে এসেছে।

ছবি: থমসন রয়টার্স ফাউন্ডেশন প্রকাশিত তালিকার স্ক্রিনশট

তালিকা অনুসারে নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে প্রথমে আছে মিসরের রাজধানী কায়রো। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি। ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে। আর এ জরিপের সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা শহর।

নারীর জন্য অনিরাপদ এমন তালিকায় দশের মধ্যে থাকা অন্য শহরগুলো হলো কঙ্গোর রাজধানী কিনসাসা, পেরুর রাজধানী লিমা, মেক্সিকো সিটি, নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও তুরস্কের রাজধানী ইস্তাম্বুল।

ফাউন্ডেশনের নারী অধিকার বিষয়ক বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়েছে। এ ক্ষেত্রে মোট ৩৮০ জন বিশেষজ্ঞের মধ্যে ৩৫৫ জনের মতামত নেয়া হয়েছে।

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/