সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাসিরপুরের আস্তানায় ৪ শিশু ও ২ নারীর মরদেহ

নাসিরপুরের আস্তানায় ৪ শিশু ও ২ নারীর মরদেহ

মৌলভীবাজারের নাসিরপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজন শিশু এবং দুইজন নারী রয়েছেন।

৩০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ২৫০ শয্যার সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাতটি মরদেহের মধ্যে চারটি শিশু, দুজন নারী এবং একজন যুবক।

এদিকে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, নাসিরপুরের আস্তানায় সাত থেকে আটটি ডেড বডি সেখানে ছড়িয়ে রয়েছে বিভিন্ন বয়সের। পুরুষ আছে, নারী আছে। দুই একজন অপ্রাপ্ত বয়স্কের ডেড বডিও থাকতে পারে।

তিনি আরও জানিয়েছিলেন, বুধবার সোয়াতের অভিযান শুরুর সময় নিহতরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়।

২৯ মার্চ বুধবার ভোররাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি ও খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়াত টিম অভিযান শুরু করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং আলোক স্বল্পতার কারণে রাত ১০টার পর এ অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়। কিন্তু ভোররাত থেকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় অভিযান শুরু হতে বিলম্ব হয়। পরে বৃহস্পতিবার সকাল ১০টার পর ‘অপারেশন হিট ব্যাক’ দ্বিতীয় দফায় শুরু হয়।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/