সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় এপ্রিল মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিবেদন

পেকুয়ায় এপ্রিল মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিবেদন

no picture
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া থানা এপ্রিল মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রদত্ত প্রতিবেদনে অভিযানের বিভিন্ন দিক বর্ণনা করা হয়।

জানা যায়, চলতি বছরের গত এপ্রিল মাসে পেকুয়া থানা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল অভিযান নজরদারীর পাশাপাশি সাড়াশি ও বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সি.আর মামলার ১৩টি, জি.আর মামলার ১৭টি গ্রেপ্তারী পরোয়না ওয়ারেন্ট তামিল ছাড়াও নিয়মিত মামলায় সংশ্লিষ্ট ১৪জন আসামীকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করে। যার মধ্যে চুরি, ডাকাতি, বেআইনী অস্ত্র, দস্যুতা, খুন ও খুনসহ অপহরণ, চাঁদাবাজি, দখল বেদখল, বনদস্যুতা, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ে, মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা ছাড়া বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

একই সময়ে পেকুয়া থানা পুলিশ ফোজদারী অপরাধে সংশ্লিষ্টতায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দের মাধ্যমে ১জনকে দন্ডিতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তার সাথে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। একই মাসে বিভিন্ন অপরাধমূলক ঘটনার সত্যতার ভিত্তিতে পুলিশ নিয়মিত মামলা রুজু করে ৭টি।

পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক শান্তি শৃঙ্খলা ও স্বাভাবিক জিবনযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে পেকুয়া থানা পুলিশ সবসময় জিরো টলারেন্সে থাকবে বলে মন্তব্য করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/