সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

লামায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের এক বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হচ্ছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে লামা পৌরসভার মরহুম মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে ৯ অক্টোবর রবিবার থেকে লামা ও আলীকদম উপজেলার সাংবাদিকদের এ বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়।

সাংবাদিকের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, একুশে টেলিভিশনের উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন।

প্রশিক্ষণে লামা আলীকদম উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/