সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সাহারায় ট্রাক ভেঙ্গে ৪৪ শরণার্থীর মৃত্যু

সাহারায় ট্রাক ভেঙ্গে ৪৪ শরণার্থীর মৃত্যু

শরণার্থীবাহী একটি ট্রাক ভেঙ্গে আফ্রিকার সাহারা মরুভূমিতে আটকে পড়ায় পিপাসায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স রেডক্রসের বরাত দিয়ে জানিয়েছে, শরণার্থীদের মধ্যে বেঁচে যাওয়া চারজন নাইজারের একটি গ্রামে হেঁটে ফিরতে সক্ষম হয়েছে। তারাই সহযাত্রীদের এ মৃত্যুর খবর দেয়। মারা যাওয়া শরণার্থীদের মধ্যে তিন নবজাতক ও দুই শিশু রয়েছে। এসব শরণার্থীদের অধিকাংশই ঘানা ও নাইজেরিয়ার বাসিন্দা। তারা সাহারা পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল।

নাইজারের বিলমা অঞ্চলের রেডক্রসের বিভাগীয় প্রধান লয়াল তাহের জানিয়েছেন, বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়েছে এবং মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।

সূত্র:globetodaybd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-16-5-24.jpeg

ঈদগাঁওতে প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখির প্রচারণা চলমান

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/