সাম্প্রতিক....
Home / জাতীয় / হাওর এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক

অকাল বন্যায় প্লাবিত হাওর অঞ্চলে দুর্গত মানুষের পুনর্বাসনে ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪ এপ্রিল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। একইসঙ্গে দুর্গত মানুষের সহায়তায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রচারণা বাড়ানোরও আহবান জানান তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব কথা জানান।

তিনি বলেন, ‘রিলিফ এবং অন্যান্য সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি (মন্ত্রণালয়) রয়েছে, তারা যাতে একটু তৎপর হয় সে ব্যাপারে অনুশাসন দেওয়া হয়েছে।’

তৎপরতার বিষয়ে শফিউল আলম বলেন, ‘যা প্রয়োজন পুনর্বাসনের জন্য, জনগণ যাতে সন্তুষ্ট হয় যে, আমাদের জন্য কিছু করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ত্রাণ মন্ত্রণালয় ইতোমধ্যে অ্যাকশন প্ল্যান করে ফেলেছে, কাজও করছে। তারপর যেটা করছে সেটা যাতে সবাইকে জানানো হয়।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘রিলিফ মানুষের কাছে পর্যাপ্ত পৌঁছেছে। ত্রাণ মন্ত্রণালয় সাথে সাথেই স্টেপ নিয়েছে, মানুষ ফিল (অনুভব) করছে যে কিছু কাজ হয়েছে। আলোচনা হয়েছে যে অনেক কাজ হচ্ছে, এটাকে একটু প্রচারে নিয়ে আসা- এটা প্রধানমন্ত্রীর ম্যাসেজ (বার্তা)।’

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/