সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

১৫ মে কক্সবাজার সদর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এদিকে মেলা শেষে বিকালে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী ভূমি কমিশনার পঙ্কজ বড়ুয়ার সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এনায়েত ই রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মঈনউদ্দিন, কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র- রিফাতউদ্দিন আহমেদ আকাশ, ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল জারিয়া নিশু পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিশু দাশ গুপ্ত।

সভায় বক্তাগণ বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে গেলে আগামীর প্রজন্ম ছাত্র/ছাত্রীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এদিকে সবাই তাক লাগিয়ে দিয়ে জুনিয়র পর্যায়ে বিজ্ঞান মেলায় ১ম স্থান অধিকার করেছে, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়। স্কুলটির ছাত্র/ছাত্রীদের প্রদর্শিত সমুদ্র হতে তেল উত্তোলন প্রজেক্টটি সদর উপজেলা সেরা হয়েছে। এই বিভাগে ২য় হয়েছে, নাপিতখালী উচ্চ বিদ্যালয় এবং ৩য় হয়েছে পৌর-প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করেছে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। ২য় ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা ও ৩য় কক্সবাজার সিটি কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম রাইয়ান, সিনিয়র গ্রুপে কক্সবাজার সরকারী কলেজের ছাত্র মোহাম্মদ আতাহার ফুয়াদ তালুকদার।

পরে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আগামী ১৭, ১৮ ও ১৯ মে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ৩দিন ব্যাপী জেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/