সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / টেকনাফে মাষ্টার্স দাওরায়ে হাদীস’র পরীক্ষা শুরু: অনুপস্থিত ১

টেকনাফে মাষ্টার্স দাওরায়ে হাদীস’র পরীক্ষা শুরু: অনুপস্থিত ১

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সদ্য স্বীকৃতি প্রাপ্ত দাওরায়ে হাদীস মাষ্টার্স সমমান এর (প্রথম কেন্দ্রীয়) বার্ষিক পরীক্ষা সারা দেশের ন্যায় কক্সবাজার টেকনাফেও এক যোগে শুরু হয়েছে। এবারে টেকনাফ কেন্দ্রে ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। তম্মধ্যে একজন ছাত্র অনুপস্থিত রয়েছে।

১৫ মে সোমবার সকাল ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রশাসনিক কোন নিরাপত্তা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে কঠোর নিরাপত্তায় পূর্ব নির্ধারিত সময়ে এ পরীক্ষা শুরু হয়েছে। যেখানে পুলিশের উপস্থিতে শৃংখলা বজায় রাখা ও নকল মুক্ত করা দায়ী সেখানে কোন নিরাপত্তাকর্মী ছাড়াই কওমী মাদরাসার পরীক্ষা গুলোতে সম্পূর্ণ নকল মুক্ত সুন্দর ও মনোরম ও পরিবেশে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। আশে পাশে অভিভাবক, শিক্ষার্থী, সহযোগীদের কোন নকলের পরিবেশ দেখা যায়নি।

টেকনাফ কেন্দ্রে ৩৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে এক পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। সে হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার ছাত্র। টেকনাফ উপজেলা সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুল হক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তাদের মাঝে নাস্তা বিতরণ করেন। কেন্দ্র হতে মনোনিত হল তত্বাবধায়ক মাওঃ নুরুল আলম জানান, প্রথম দিনের বোখারী দ্বিতীয় খন্ডের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় একজন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

দৈনিক সাগরদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, টেকনাফ বড় মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক টেকনাফে কেন্দ্র ঘোষনা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলমীনের দরবারে শুকরিয়ো জ্ঞাপন করেন। তিনি আরো জানান কওমী মাদরাসা সমূহ দীর্ঘ যুগ ধরে কোন প্রকার আইন শৃংখলা বাহিনী ছাড়া নকল মুক্ত, শান্ত পরিবেশে পরীক্ষা দিয়ে আসছে। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে আজীবন স্বীকৃতি হিসাবে থাকবে।

উল্লেখ্য যে, সারা দেশে ১৯ হাজার ৪শ’৭২জন পরীক্ষার্থী রয়েছে। আগামী ২৫ মে উক্ত পরিক্ষা শেষ হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/