সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / অলিম্পিকে নিষিদ্ধই থাকছে রাশিয়ার অ্যাথলেটরা

অলিম্পিকে নিষিদ্ধই থাকছে রাশিয়ার অ্যাথলেটরা

Olompic

অলিম্পিক গেমসের ট্রাক ও ফিল্ড অ্যাথলেটিক ইভেন্টে রাশিয়ার ক্রীড়াবিদদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকল। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব অ্যাথলেটিক ফেডারেশনের (আইএএএফ) নিষিদ্ধাদেশের বিরুদ্ধে রাশিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে ক্রীড়া আদালত।

আদালত এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ান অলিম্পিক কমিটি ও ৬৮ জন রাশিয়ান অ্যাথলেটদের করা আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।’

বিশ্ব ডোপিং এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ট্রাক ও ফিল্ড অ্যাথলেটরা কৌশলে ডোপ গ্রহণ করেছে। ফলে ২০১৫ সালের ১৩ নভেম্বর আইএএএফ রাশিয়ার ৬৮ জন অ্যাথলেটদেরকে নিষিদ্ধ করে।

বৃহস্পতিবার আইএএএফ এক বিবৃতিতে বলেছে, ‘ডোপিং প্রতিরোধে আইএএএফ কোনো ভয় ও পক্ষাপাতিত্ব ছাড়াই কঠোর পদক্ষেপ নিয়েছে। ক্রীড়া আদালত এটিকে সমর্থন করায় আইএএএফ অনেক আনন্দিত।’

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/