অনলাইন ডেস্ক :
করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারও টিকা দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশে আসতে হতো।
বৃহস্পতিবার (২৫ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বেবিচক, যাতে করোনাভাইরাস নিয়ে আকাশপথে সব ধরনের বিধিনিষেধ বাতিল করা হয়েছে। ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না যাত্রীদের।
এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হতো যাত্রীদের। ২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক।
তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে। এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা টিকা গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।
You must log in to post a comment.