মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে যাত্রী সেজে মোটর সাইকেল ছিনতাই ও ড্রাইভারকে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে৷ আজ শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেলুনিয়া ত্রিপুরা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মোটর সাইকেল ড্রাইভার ও মারধরের শিকার শামসুল ইসলাম (২৫) ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার শাহ আলমের ছেলে।
সন্ত্রাসীরা মোটর সাইকেল চালক শামসুল ইসলামকে হত্যা করার জন্য ছুরি চালায়, কিন্তু তার গায়ে লাগেনি। তারা মৃত ভেবে তাকে ফেলে যায়। এদিকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ফোন করলে দুই সন্ত্রাসী মিলন ত্রিপুরা ও ইলু ত্রিপুরাকে ছিয়ততলী বাজারে আটক করে। তারা এখন আজিজনগর পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে।
আটক সন্ত্রাসী মিলন ত্রিপুরা নিজেকে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে দাবী করেন।
আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, আহত মোটর সাইকেল ড্রাইভারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুই সন্ত্রাসী পুলিশের হেফাজতে আছে।
You must log in to post a comment.