সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অটোরিকসা চালকের উপর নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা সম্পন্ন

ঈদগাঁওতে অটোরিকসা চালকের উপর নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে অটোরিকসা শ্রমিকলীগের উদ্যোগে রিকসা চালকের উপর নির্যাতনসহ চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। ১৯ জুলাই বিকেলে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশ্বস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অটো রিকসা শ্রমিকলীগের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বৃহত্তর ঈদগাঁও টমটম শ্রমিকলীগ সভাপতি আলমগীর বাংলা।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন টমটম শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনজুর আলম, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, ফেরদৌস রিকো, অটোরিকসা চালক শমশু আলম।

প্রতিবাদ সভায় অর্ধশতাধিক অটোরিকসা চালকগণ উপস্থিত ছিলেন। রিকসা চালকরা তাদের উপর নির্যাতন বন্ধের দাবী জানান নেতৃবৃন্দের কাছে।

প্রতিবাদ সভায় আলমগীর বাংলা বলেন, রিকসা চালকের উপর নির্যাতনসহ চাঁদাবাজি বন্ধ না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসুচী ঘোষণা করতে বাধ্য হবো। সে সাথে এলাকার ছোট ছোট যুবক দেরকে অটোরিকসা ভাড়া না দেওয়ায় গ্যারেজ মালিকদের প্রতিও আহবান জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : চলমান বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঈদগড়ে এবার একাধিক বসতবাড়ি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/