এম. আবুহেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসস্টেশনে সিএনজি-মোটর সাইকেল দুর্ঘটনায় একজন আহত হয়েছে।
জানা যায়, ২ অক্টোবর বিকাল চারটার দিকে ঈদগাঁও বাসস্টেশনে নিউ পাহাড়িকা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা সংঘটিত হয়। তবে মোটর সাইকেলটি চকরিয়া মুখী আর সিএনজিটি স্টেশন এলাকায় দিক পরিবর্তনের সময় সজোরে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। আহত মোটর সাইকেল চালকের পরিচয় জানা যায়নি।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মোটর সাইকেল চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে এক ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে লোকজন সূত্রে প্রকাশ।
You must log in to post a comment.