অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
ঈদের ছুটিতে সাধারণ মানুষ ও পর্যটকদের পদচারণায় জমে ওঠেছে কক্সবাজারের বিনোদন স্পটগুলো। উচ্ছ্বাস আর আনন্দে মানুষের মাঝে ছিল স্বস্তির ছোঁয়া।
ঈদুল আযহার ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলতে পরিবার-পরিজন আর প্রিয়জনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন এসব মানুষ। নারী-শিশু, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষই এই বিনোদন স্পটগুলোতে ভিড় করেন।
ঈদের ছুটিকে কাজে লাগিয়ে শিশুদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন, ইনানী পাথুরে বীচ, রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধ পুরাকৃত্তি এলাকা, মহেশখালীর আদিনাথ মন্দির ও রাখাইন পল্লী, ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারী পার্ক, হিমছড়ির অপরূপ ঝর্ণা, দরিয়ানগরসহ বিভিন্ন পর্যটন স্পটে এসেছেন বাবা-মা।
ব্যস্ততম নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে ঈদের ছুটিকে কাজে লাগেতে একটু খোলা মেলা জায়গায় বেড়ানোর মাঝে অন্যরকম এক অনুভূতি খুঁজে পান তারা।
এসব ভ্রমণ পিপাসু মানুষেরা সমুদ্র সৈকত দেখার পাশাপাশি বিভিন্ন স্থানে বেড়ানোর সুযোগ রয়েছে। সকাল থেকেই গরমের মাত্রা একটু বেশী হলেও তা বিনোদন স্পটগুলোতে ভিড় করেন এসব মানুষ।
You must log in to post a comment.